*কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দর্শনীয় স্থানঃ
১। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে জায়গা দখল করেছে বোয়াল মারী বারুনী মেলা স্নান ঘাট। যটিকে বলা হয় তীর্থ স্থানীয় স্নান ঘাট। যার আরেকটি নাম হচ্ছে উত্তরা স্রোতের স্নান ঘাট। এখানে প্রতি বছর চৈত্র মাসের আমাবস্যার প্রথম থেকে তিন দিন হিন্দু সমপ্রদায়ের মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসে নিজেদের পাপ মোচন বা নিজেকে পাপ মুক্ত করার জন্য এখানে উত্তরা স্রোতে স্নান করেন । এই তিন দিনের জন্য এখানে বিশালাকার মেলা বসে। মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা হরেক রকম মালামাল বিক্রি করার জন্য নিয়ে আসেন এবং কেনা বেচাও হয় ব্যপক হারে। এছাড়া এ জায়গায় সারা বছর অনেক মানুষের সমাগম হয়। এটিকে নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য আওয়ামীলীগ এর মাননীয় পানি মন্ত্রী শ্রী রমেশ চন্দ্র সেন অনেক জয়গা জুরে বাধের ব্যবস্থা করেন।
২। কাজলদিঘীঃ
কাজলদিঘী একটি পূরোনো এবং বিশালাকার দিঘী। জানা যায় এটি এক পুরোহিত রাজা বা কোন সমভ্রান্ত ব্যক্তির নির্দেশ ক্রমে খনন করা হয়। যেটি এখন একটি দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত ও পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস