Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন


1.     ইউনিয়নের আয়তনঃ- ৩০.৯৩ বর্গ কিলোমিটার।

2.    ইউনিয়নের লোক সংখ্যাঃ- ২৬৬২৪ জন (২০০১সালের আদম শুমারী অনুযায়ী)

পুরম্নষঃ- ১৪,৪১৮ জন, মহিলা- ১২২০৬জন।

3.    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানঃ- ০১জন, জনাব, মো: আব্দুল মোমিন

4.     ইউনিয়ন পরিষদের মোট সদস্য/ সদস্যাঃ- ১২জন।

ক. জনাব, মোঃ  আঃলতিফ  খ. মোঃ তরিকুল ইসলাম  গ. মোঃ আব্দুর রশিদ  ঘ. মোঃ রমজান আলী  ঙ.মোঃ মোকছেদ আলী  চ. শ্রী কৃষ্ণ পদ রায় ছ.মোঃ শরিফ উদ্দিন জ.মোঃ শরিফ উদ্দীন ঝ.মোঃ আবুল কাশেম  ঞ. জাহানারা বেগম   ট. জবা রানী ঠ. মোছা: লাল বানু।

5.    সচিব- ১জন, জনাব, মোঃ  কামরুজ্জামান

6.    তথ্য ও সেবা কেন্দ্র পরিচালক- ২জন।

ক. মোঃ সাইদুর রহমান   খ.  মোছাঃ ফাতেমাতুজ্জহুরা।

7.     কর্মচারী-(দফাদার/গ্রাম্য পুলিশ)-১০জন।

ক.  মোঃ সফিজুল ইসলাম  খ.  গোলাপ চন্দ্র গ.  শ্রী তারিনী প্রসাদ  ঘ.  মোঃ শরিফ উদ্দিন

ঙ. মোঃ এনামুল হক  চ. শ্রী বিলাশ চন্দ্র   ছ.মোঃ আববাছ আলী  জ.মোঃ আনারুল ইসলাম  ঝ. শ্রী বিজয় চন্দ্র রায়   ঞ.দেবানন্দ রায়।

8.    ইউনিয়নের মোট মৌজার সংখ্যাঃ- ১৭টি।

9.     ইউনিয়নের মোট ভোটার সংখ্যাঃ- ১১,৮২৩জন।

পুরুষ ভোটার- ৫,৭৭২জন, মহিলা- ৬০৫১জন।

10.খোয়াড় সংখ্যাঃ- ১১ টি।

11.  ক)  ইউপি ভবন- ১৪ কক্ষ বিশিষ্ট্য দোতলা পাকা ঘর।    

ইউনিয়ন পরিষদের যাবতীয় কাগজ পত্রাদি-

1.       জন্ম নিবন্ধন রেজিষ্টার বহি-৯ টি।

2.      বিভিন্ন আদায় রেজিষ্টার বহি- ১০টি।

3.      সভার মন্তব্য বহি- ১ টি।

4.       নোটিশ বহি- ১ টি।

5.      কর্মকর্তা/ কর্মচারী হাজিরা বহি- ১ টি।

6.      মৃত্যুর রেজিষ্টার বহি- ১ টি।

7.      সদস্য হাজিরা বহি- ১ টি।

8.      প্রাপ্ত পত্র রেজিষ্টার বহি- ১ টি।

9.      প্রেরিত পত্র রেজিষ্টার- ১ টি।

10.   সদস্য সম্মানি ভাতা প্রদান বহি- ১ টি।

11.   রশিদ বই ইস্যু রেজিষ্টার বহি- ১ টি।

12.   সচিব বেতন রেজিষ্টার  বহি- ১ টি।

13.  ক্যাশ বহি- ১ টি।

14.   ভাউচার ফাইল- ১টি।

15.   অনুদান রেজিষ্টার বহি- ১ টি।

16.  ইউ,পি স্ট্যাডিং/ স্থায়ী কমিটি সভার মমত্মব্য বহি- ১৩টি।

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

 

1.       লেপটপ ২টি  

2.      প্রিন্টার- ১টি।

3.      প্রজেক্টর- ১টি।

4.       স্কিন- ১ টি।

5.      স্কেনার মেশিন- ১টি।

6.      মোডেম- ১টি।    

 

                                                                                                         তথ্য ও সেবা কেন্দ্র